লেনদেনের প্রথম কার্যদিবসে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৬৮ টাকা বা ৬৮০ শতাংশ বেড়েছে। এ পরিমাণ দর বেড়ে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আইপিও প্রক্রিয়ায় আনুষ্ঠানিকতার পর খান ব্রাদার্স শেয়ারবাজারে প্রথম কার্যদিবসে ৪৭ টাকা দর দিয়ে লেনদেন শুরু করে। যা ৮০ টাকা পর্যন্ত উঠে। সর্বশেষ ৭৮ টাকায় কোম্পানিটির প্রথম দিনের লেনদেন শেষ হয়েছে। কোম্পানিটির মোট ৯৬ লাখ ২০ হাজার শেয়ার ১৭ হাজার ৪২৮ বার হাতবদল হয়েছে। আর টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৮৯ লাখ ৭৭ হাজার ২০০ টাকার।
‘এন’ ক্যাটাগরির আওতায় খান ব্রাদার্সের শেয়ার লেনদেন শুরু হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর