বৃহস্পতিবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে জেমিনি সী ফুডের। দিনশেষে কোম্পানিটির দর বেড়েছে ৯.২২ শতাংশ। বুধবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার জেমিনি সী ফুডের সমাপনী মূল্য ছিল ১৮৯.৮০ টাকা। বৃহস্পতিবার দিন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ২০৭.৩০ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দর সীমা ছিল ১৯৬ থেকে ২০৭.৩০ টাকা।
দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে-ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৬.৬৬ শতাংশ, রেকিট বেনকেইজারের ৬.২৪ শতাংশ, সিটি ব্যাংকের ৪.৭৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৪.৫৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪.৫৪ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৩.৫০ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৩.২৬ শতাংশ, দেশ গার্মেন্টের ৩ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলসের ২.৮১ শতাংশ দর বেড়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর