গোল্ডেন হারভেস্টের এজিএম সোমবার

goldenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল সোমবার সকালে অনুষ্ঠিত হবে।

গাজীপুরের বোকরানে কারখানা প্রাঙ্গণে এসব সভার আয়োজন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি কর্তৃপক্ষ ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এ হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা ও শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য ২৩ টাকা ৫ পয়সা।

এদিকে কোম্পানির পরিচালনা পর্ষদ আইপিওর অতিরিক্ত খরচ, আইপিও তহবিল ব্যবহারের সময় বৃদ্ধি এবং এ তহবিলের অর্থ অঙ্গপ্রতিষ্ঠানে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আরো কিছু বিষয় ইজিএমে উপস্থাপন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *