স্টকমার্কেট ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত চার বীমা কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার সময় বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক ও অর্ধবার্ষিকীর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার সময়ও বাড়ানো হয়েছে।
কোম্পানিগুলো হলো- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়, বিশেষ কারণে কোম্পানিগুলোর ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি অর্থবছরের ৩১ মার্চ, ২০১৪ সমাপ্ত প্রথম প্রান্তিক ও ৩০ জুন, ২০১৪ সমাপ্ত অর্ধবার্ষিকীর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলের সময় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএসইসি।
স্টকমার্কেটবিডি.কম/এআর/সি