শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের রাইট শেয়ারের সাবক্রিপশন আগামী ১৭ এপ্রিল হতে ১২ মে পর্যন্ত চলবে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটি ৩আর:২ অনুপাতে রাইট শেয়ার ছাড়বে। অর্থাৎ বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ৩টি শেয়ার পাবেন বিনিয়োগকারীরা। কোম্পানিটি এর মাধ্যমে ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার শেয়ার ছেড়ে ২৬১ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করবে।
রাইট শেয়ারের ডকুমেন্ট অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৯৯ টাকা। এছাড়া ০১ মে ২০১৪ থেকে ৩১ জানুয়ারী ২০১৫ পর্যন্ত (৩ প্রান্তিকে) শেয়ারপ্রতি আয় দেখিয়েছে ১.৯৪ টাকা।
রাইট শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা অর্থ কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বাড়াবে। ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে ব্যাঙ্কো ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট এবং লংকাবাংলা ইনভেস্টমেন্ট।
স্টকমার্কেটবিডি.কম/এমএ