ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে লেনদেন

DSE-UP-4400-728x387নিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবারে উভয় স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮২৩ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩৮ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৮৬ পয়েন্টে।

দিনভর ডিএসইতে ১৯১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ২০২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন মোট লেনদেনে অংশ নেয় ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর।

ডিএসইতে দিনশেষে লেনদেনের শীর্ষে ছিল- স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, সাইফ পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্স- ফার্মা, অগ্নি সিস্টমেস, এমজেএলবিডি, ব্রাক ব্যাংক, আইডিএলসি ও সামিট অ্যালায়েন্স পোর্ট।

অপরদিকে সিএসই আজ ৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন সার্বিক সূচক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৫০ পয়েন্টে।

স্টমার্কেটবিডি.কম/এএআর/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *