ডিএসইতে বাজার মূলধন কমেছে দশমিক ৮৪ শতাংশ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন লক্ষ করা গেছে। এ সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে দশমিক ৮৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৯৬,৩৫৭ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৯৩,০৩০ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে দশমিক ৮৪ শতাংশ।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ৪,৫০৬ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৩০৫৩ কোটি ৮৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪৭.৫৬ শতাংশ বেশি।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৯০১ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৭৬৩ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৮.০৫ শতাংশ বেশি।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৭৩.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ৩৮.৬৫ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯১৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ৭.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৭১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের। আর ৫টি শেয়ারের কোনো লেনদেনের হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *