দেশের বৃহত্তম গ্যস সঞ্চালন ও বিতরন কোম্পানি তিতাস-গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে।
বিগত সপ্তাহজুড়ে এবং চলতি সপ্তাহেও কোম্পানিটি ডিএসইতে শীর্ষ লেনদেন হওয়া ২০ টি কোম্পানির মধ্যে অবস্থান করছিল । তবে আজ কোম্পানিটির শেয়ার দর কমলেও লেনদেনের একেবারে শীর্ষে অবস্থান করছে। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১টাকা ৪০ পয়সা।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৭৮ টাকায় লেনদেন শুরু করে। এদিন কোম্পানিটির শেয়ার দর একসময় ৭৫ টাকা ৭০ পয়সায় নেমে যায় ।তবে দিনশেষে শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা কমে সর্বশেষ ৭৬ টাকা ৫০ পয়সায় সর্বশেষ লেনদেন হয়।
এদিন কোম্পানির ১৫ লাখ ৪ হাজার ৪৭৭ টি শেয়ার সর্বোমোট ৭৮৯ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ১১ কোটি ৫৩ লাখ টাকা।
এছাড়া ডিএসই তে লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে গ্রামীনফোন, আমরা টেকনোলজিস লিঃ, লাফার্য সুরমা, অগ্নি সিস্টেমস লিঃ, আইসিবি, সিএন্ডএ টেক্সটাইল লিঃ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিঃ, এসিআই ফর্মুলেশন লিঃ এবং স্কয়ার ফার্মা।
তিতাস-গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ এর অনুমোদিত মূলধন রয়েছে ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৮৯ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার রয়েছে ৯৮ কোটি ৯২ লাখ ২১ হাজার ৮৩১ টি।
স্টকমার্কেটবিডি.কম/টি/এলকে