দেশের দুই শেয়ারবাজারে বুধবার সূচকের মিশ্র অবস্থানে লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা কম হয়েছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে দ্বিগুন হয়েছে।
এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৭৮২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার এখানে ৮০৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির দর।
টাকার পরিমাণে ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে-
কেপিসিএল, বাংলাদেশ সাবমেরিন, সাপোর্ট, আরকে সিরামিকস, সাইফ পাওয়ার, ইউনাইটেড ইয়ার,বারাকা পাওয়ার, বেক্সিমকো লি., শাশা ডেনিমস ও এসিআই ফর্মূলেশন ।
এদিন বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তে সিএএসপিআই সূচক ৪১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৮৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ১১৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৬৯ কোটি ১৭ লাখটাকার শেয়ার লেনদেন হয়।
স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ