ডিএসইতে লেনদেন প্রায় ৪০০ কোটি

index upনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। দিনশেষে লেনদেনের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৩৯৩ কোটি টাকায়। চলতি বছরে এটি তৃতীয় সর্বোচ্চ লেনদেন। এর আগে ১২ জানুয়ারিতে বছরের সর্বোচ্চ ৪১৭ কোটি টাকার লেনদেন হয়েছিল। ১৩ জানুয়ারি দ্বিতীয় সর্বোচ্চ ৪০৭ কোটি টাকার লেনদেন হয়েছিল ডিএসইতে।

রবিবার লেনদেনের পাশাপাশি সূচকেও বড় ধরনের উত্থান হয়েছে। দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স বুধবারের তুলনায় ৪৮.৭৭ পয়েন্ট বেড়ে দিনশেষে ৪৫৫৮.০৮ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। বুধবার সূচক বেড়েছিল ১৫ পয়েন্ট।

লেনদেনে অংশ নেওয়া বেশীরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ৩০৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।

রবিবার লেনদেনের শীর্ষে রয়েছে এসিআই, গ্রামীণফোন, মবিল যমুনা, খুলনা পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই ফরমুলেশন্স,শাহজিবাজার পাওয়ার, যমুনা অয়েল, স্কয়ার ফার্মা।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ১৩০.৩৪ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৪৬৮.৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ৩১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *