ডিএসইতে সপ্তাহের ব্যবধানে লেনদেন বৃদ্ধি

dseনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ১.৮১ শতাংশ। এ সপ্তাহে বেড়েছে প্রতিদিনের গড় লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের চেয়ে এ সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন বেড়েছে ১.৮১শতাংশ। সর্বশেষ সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২,২১৬ কোটি ৭০ লাখ ৯২ হাজার ৯৫৬ টাকা। এর আগের সপ্তাহে এ লেনদেন হয়েছিল ১, ৪৪২কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার।

এ সপ্তাহে ডিএসইতে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৪৫১ কোটি ৩৬ লাখ টাকা। আর আগের সপ্তাহে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার।

গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯০ দশমিক ২৭ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ৯১ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬ দশমিক ০২ শতাংশ। আর জেড ক্যাগরির লেনদেন হয়েছে দশমিক ৮০ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *