সূচকের উত্থানে শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। তবে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।আজ মঙ্গলবার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩৫ কোটি টাকা।
সপ্তাহের তৃতীয় এ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য সূচক ডিএসইএক্স দিনশেষে সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৬২৭ পয়েন্টে। এদিন মোট ৮৩৫ কোটি ৭০ লাখ টাকা লেনদেন হয়। আগের দিন সোমবার ডিএসইতে ৮৫৫ কোটি ৭৮ লাখ টাকা লেনদেন হয়েছে।
দিনশেষে লেনদেনে হওয়া ৩০৮ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৩ টির, কমেছে ১৫৬ টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬ টির দর।
টাকার পরিমানে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ইউনাইটেড পাওয়ার, খুলনা পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, ফ্যামিলিটেক্স, কেয়া কসমেটিকস, বারাকা পাওয়ার, আল-আরাফাহ ব্যাংক, পিএলএফএসএল, ফার কেমিক্যাল ও অগ্নি সিস্টেমস।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর