সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। লেনদেনের দেড় ঘণ্টায় ডিএসই এক্স সূচক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৬ পয়েন্টে।
বুধবার বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে ১৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসময় লেনদেনে অংশ নিয়েছে ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৬টি কোম্পানির। আর দর কমেছে ২২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
এছাড়াও ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৫২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৫২ পয়েন্টে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেনে ২৫.২৭ পয়েন্টের পতন শেষে সিএসইএক্স ৮০৬৭.৬৭ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর