সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও কমেছে দেশের উভয় শেয়ারবাজারের সূচক। ডিএসইতে ২৪ কার্যদিবস বা ১ মাস ১০ দিনের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এর আগে ডিএসইতে গত ৯ সেপ্টেম্বর লেনদেন হয়েছিলো ৫২২ কোটি ৪৫ লাখ টাকার। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৯ কোটি ৯৫ লাখ টাকার।
সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার পরিমাণে লেনদেনও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন হয়েছে ৫৬৯ কোটি টাকার। এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে সূচকের উত্থানে শুরু হয় লেনদেন।
আজ ডিএসইতে দিন শেষে ব্রড ইনডেক্স ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫১৪৪ পয়েন্টে। মোট ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিন শেষে সিএসসিএক্স সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৬৮৬ পয়েন্টে। মোট ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৩০টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৪৮ লাখ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এআর