ডিএসইতে ২ ঘন্টায় ৩৮৪ কোটি টাকার লেনদেন

h indexস্টকমার্কেট ডেস্ক :

ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের উভয় বাজারের লেনদেন। রবিবার প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স বেড়েছে ৫২.১০ পয়েন্ট। এসময় লেনদেন হয়েছে ৩৮৪ কোটি টাকা।

বেলা সাড়ে ১২ টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স ৫২.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৫৯৬.৮১ পয়েন্টে। এ সময়ে লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ৩ লাখ টাকা।

এ সময়ে লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ৫৭ শতাংশেরই দর বেড়েছে। লেনদেনে অংশ নেয়া ২৯৩টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ৭৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর।

লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড, আরএকে সিরামিকস, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, এসিআই ফরমুলেশন্স, সামিট পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *