ডিএসইতে ৬৮০ কোটি টাকার লেনদেন

DSE-UP-4400-728x387নিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ারবাজারে সূচকের উঠা-নামার মধ্যে দিয়ে লেনদেন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৮০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির। আর দর কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৯৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৩ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, কেয়া কসমেটিকস, কেপিসিএল, গ্রামীন ফোন, সামিট পাওয়ার, সামিট পূর্বাঞ্চল পাওয়ার , সাইফ পাওয়ার, কেপিপিএল, এসপিপিএল, এমজেএলবিডি প্রভৃতি।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। সোমবার সিএসই সার্বিক সূচক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬১৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। দর বেড়েছে ৮০টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

স্টকমার্কেটবিডি.কম/এআর/সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *