ডিএসইতে ৯০ মিনিটে ১৬৭ কোটি টাকার লেনদেন

dse1নিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার প্রথম ডিএসইতে ৯০ মিনিটে ১৬৭ কোটি টাকার লেনদেন হয়েছে। এসময় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা ১২টা পর্যন্ত লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ১৬৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টি কোম্পানির। আর দর কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

এসময় ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৭২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৮৪ পয়েন্টে।

এদিন বেলা সাড়ে ১১টি পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২৭৯ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *