শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২৯ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান নির্ধারণ করেছে। আগামী ২১ জুনে এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোম্পানিটি পরবর্তীতে স্থান নির্ধারণ করবে বলে জানানো হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে বলা হয়েছে, ২১ জুনের এজিএমটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে খুলনায় সোনাডাঙ্গায় অবস্থিত ডেল্টা লাইফ টাওয়ারে। এছাড়া এজিএমের অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকবে।
২০১৪ সালের সমাপ্ত অর্থবছরের জন্য এই ৩২তম এজিএমটি অনুষ্ঠিত হবে। গত ২৪ মে বোর্ড সভায় এই এজিএমের সময় ও তারিখ ঘোষণা করা হলেও স্থান নির্ধারণ করে পরবর্তীতে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।
স্টকমার্কেটবিডি.কম/এনএ