সমাপ্ত অর্থবছরে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই পাওয়ার কোম্পানির (ডেসকো) মুনাফা কমেছে। ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরে কোম্পানিটির মুনাফা কমেছে ১৬ শতাংশ। সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এ তথ্য বেরিয়ে আসে।
ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে জানা যায়, কোম্পানিটি আলোচিত বছরে কর পরবর্তী মুনাফা করেছে ৬৬ কোটি ৮৬ লাখ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৮০ কোটি ৪৬ লাখ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ১৩ কোটি ৬০ লাখ টাকা।
আর শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯৪ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ৩২ টাকা ৮২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে- ২ টাকা ৩৪ পয়সা ও ৩৫ টাকা ৯৭ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। যা আগের বছর ছিল ২৫ শতাংশ।এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।
স্টকমার্কেটবিডি.কম/এআর