শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ডিসেম্বর ২০১৪ (জুলাই-ডিসেম্বর) সমাপ্ত অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আগের বছর একই সময় থেকে কোম্পানির মুনাফা এবং আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অর্ধবার্ষিকে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৮৪ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো ১৯ কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকা।
আর অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২৪ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো ০.৫১ টাকা।
এদিকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৪৭ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো ১৭ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা।
আর উল্লেখিত তিন মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো ০.৪৬ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এএআর