ড্রাগন সোয়েটারের আইপিও আবেদন ১৭ জানুয়ারি

dragonনিজস্ব প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া ড্রাগন সোয়েটার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেওয়া শুরু হবে আগামী ১৭ জানুয়ারি, যা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। কোম্পানির উর্ধ্বতন মহল স্টকমার্কেটবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ১০ টাকা অভিহিত মূল্যে চার কোটি শেয়ারের বিপরীতে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

শেয়ারবাজার থেকে সংগৃহীত অর্থ দিয়ে যন্ত্রপাতি ক্রয়, বিল্ডিং ও সিভিল কনস্ট্রাকশন, স্পেয়ার পার্টস ক্রয়, চলতি মূলধন এবং আইপিওর খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির গত পাঁচ বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে গড়ে এক টাকা ৩৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৮ টাকা ৭৯ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *