শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার কোম্পানির বোর্ড সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতির জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২ ডিসেম্বর, দুপুর বারোটায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর।
সমাপ্ত অর্থবছরের হিসাব শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৯ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৫.১১ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এআর/সি