ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের খবরে বেড়েছে ভারতের সূচক

bseস্টকমার্কেট ডেস্ক :

গতকাল দিনের শেষে শেয়ার বাজার কিছুটা উপরে উঠেছে। বুধবারের তুলনায় বৃহস্পতিবার সেনসেক্স পয়েন্ট ৫২.৭২ পয়েন্ট এবং নিফটি ১৮.৪৫ পয়েন্ট বেড়েছে। আজ জাতীয় আয়ের ত্রৈমাসিক পরিসংখান প্রতিবেদন বের হবার কথা। আর আগামি সপ্তাহে রিজার্ভ ব্যাংকের ও আর্থিক নীতির পর্যালোচনার কথা রয়েছে।

এদিন ভেল, হিন্দালকো, ইনফোসিসেস এর মতো সংস্থার শেয়ারের দাম বৃদ্ধি বোম্ব স্টক এক্সচেঞ্জের সূচককে ঠেলে উপরে তুলতে সাহায্য করেছে। দিনের শুরুতে বিএসই সূচক কিছুটা বেড়ে হয় ২৮ হাজার ৩৯৭ পয়েন্ট। কিছুক্ষনের মধ্যেই তা নেমে আসে ২৮,৩০৭ পয়েন্টে।

কিন্ত বিদেশি ও দেশীয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার কেনার চাপে সেনসেক্স উঠে এসে দিনের শেষে অবস্থান করছে ২৮ হাজার ৪৩৮ পয়েন্টে। তবে একসময় তা পৌঁছে গিয়েছিলো ২৮,৪৯৮ পয়েন্টে। এদিন নিফটিও দিনের শেষে অবস্থান করছে ৮,৪৯৮ পয়েন্টে। তবে এনএসই সূচক এদিন ঘোরা ফেরা করেছে ৮,৫০৬,৭৫ থেকে ৮,৪৫৬,৩৫ পয়েন্টে।

সূত্র- রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *