ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার কোম্পানি। এদিন কোম্পানিটির দর বেড়েছে ১৫.৬৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর দাঁড়িয়েছে ১৪৮.২০ টাকায়। দিনফর শেয়ারের দর ১১৭ থেকে ১৫০ টাকায় উঠা নামা করে। গতকাল মঙ্গলবার ইউনাইটেড পাওয়ারের সর্বশেষ দর ছিল ১২৮.১০ টাকা।
দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফার্মা এইডের ৪.৩৪ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৩.৭৭ শতাংশ, এমবি ফার্মার ৩.৫৯ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সর ৩.৫৮ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৩.৫১ শতাংশ, এসিআই ফরমুলেশন্সের ৩.০৩ শতাংশ, এসিআয়ের ২.৯৯ শতাংশ, রূপালী লাইফের ২.৬৮ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ২.৫ শতাংশ দর বেড়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ