ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে ইউনাইটেড পাওয়ার ডেভেলপমেন্ট এন্ড ডিস্ট্রিবিউটর কোম্পানি। মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ১৫.৬৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার ইউনাইটেড পাওয়ার কোম্পানির সর্বশেষ দর ছিল ১২৮.১০ টাকা। আজ দিনশেষে কোম্পানিটির শেয়ারের দর দাঁড়িয়েছে ১৪৮.২০ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর সীমা ছিল ১৫০ টাকা।
দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফার্মা এইডসের ৪.৩৪ শতাংশ, আইএফআইএল ইসলামি মিউচুয়াল ফান্ডের ৩.৭৭ শতাংশ, এএমবি ফার্মা ৩.৫৯ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩.৫৮ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৩.৫১ শতাংশ, এসিআই ফরমুলেশন্সের ৩.০৩ শতাংশ, এসিআইয়ের ২.৯৯ শতাংশ, রুপালি লাইফ ইন্স্যুরেন্সের ২.৬৯ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ২.৫ শতাংশ দর বেড়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর