দিনশেষে কমেছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে অনেকটাই বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮০১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৯৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৫১৯ কোটি ৫৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ২৩৮৪ কোটি ৮৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২২টির। আর দর অপরিবর্তিত আছে ৭২টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, লংকা বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, সিটি ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, বিএটিবিসি ও গ্রামীণফোন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭৩.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৯৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৬২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯৮ কোটি ৮০ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৫১ কোটি ৬৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *