শেয়ারবাজারে তালিকাভূক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের দুই কোম্পানি প্রাইম ফাইনান্স ও আইডিএলসি লিমিটেডের বোর্ড সভা আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ বোর্ড সভায় কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণা করতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বেলা চার টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এ সভা থেকে লভ্যাংশ, এজিএম ও রেকর্ড ডেটের সিদ্ধান্ত নিয়ে তা শেয়ারহোল্ডারদের জানানো হবে।
স্টকমার্কেটবিডি.কম/এলকে