পরিবেশদূষণের দায়ে গতকাল শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডকে যথাক্রমে ২ লাখ ও ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদফতর জানায়, পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্য শোধনাগার ছাড়া চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকায় অবস্থিত কারখানার কার্যক্রম পরিচালনার দায়ে ইমাম বাটনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বর্তমানে এ কোম্পানির উৎপাদন সক্ষমতার সিংহভাগই অব্যবহূত থেকে যাচ্ছে এবং পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। কোম্পানির অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষমতার সদ্ব্যবহারের ওপর জোর দিয়েছে ইমাম বাটনের নিরীক্ষক।
অন্যদিকে চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত কারখানা থেকে অনুমোদিত মাত্রার চেয়ে দূষিত তরল বর্জ্য নিঃসরণের দায়ে মুদ্রণ ও কাগজ খাতের কোম্পানি হাক্কানী পাল্প অ্যান্ড পেপারকে জরিমানা করা হয়েছে ৫ লাখ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর