শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের অফিস পরিবর্তন করে রাজধানী থেকে নরসিন্ধী নিয়েছে। সিএসই ও ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্টার অফিস রাজধানীর মতিঝিলে বিসিআইসি ভবনে ছিল। যা এখন নরসিন্ধির পলাশে চর-সিন্ধুর এলাকায় নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা যায়, তবে কোম্পানির কর্পোরেট ও শেয়ার বিভাগ আগের অফিসে রাখা হয়েছ বলে কোম্পানি সূত্রে জানা যায়। সুতরাং বিনিয়ােগকারী ও স্টেক হোল্ডারদের আগের অফিসেই যোগাযোগ করতে বলা হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে