দেশীয় বাজার থেকে কনডেনসেট কিনবে পেট্রোম্যাক্স

sahjiস্টকমার্কেট ডেস্ক :

পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড এখন থেকে দেশীয় বাজার থেকেও কনডেনসেট কিনবে। এ লক্ষ্যে কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) সঙ্গে ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি চুক্তি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, কোম্পানি এত দিন দেশের বাইরে থেকে কনডেনসেট (পেট্রোল, ডিজেল, অকটেন) আমদানি করত। জানা গেছে, পেট্রোম্যাক্স দুই বছরের জন্য এই চুক্তি করেছে। আশুগঞ্জ কনডেনসেটের প্রাপ্যতা অনুযায়ী আরপিজিসিএল ১ লাখ ৫০ মেট্রিক টন কনডেনসেট যোগান দেবে।

উল্লেখ্য, পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *