শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ভালো লভ্যাংশ দেওয়ায় কোম্পানটি এখন থেকে ‘এ’ ক্যাটাগরির অধীনে লেনদেন হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে থেকে নতুন ক্যাটাগরিতে লেনদেন হবে।
সর্বশেষ অর্থবছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে দেশ গার্মেন্টস।
এর আগে গত বছরের ২৯ অক্টোবর দেশ গার্মেন্টস ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
স্টকমার্কেটবিডি.কম/এএআর