শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড বোর্ড সভার দিন ও সময় নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ আগামী ২৮ অক্টোবর বুধবার বিকেল সাড়ে ৩টায় বোর্ড সভা অনুষ্ঠানে সিদ্ধান্ত নিয়েছেন।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
দেশবন্ধু পলিমার লিমিটেড লিমিটেড গত বছর ২০১৪ বিনিয়োগকারিদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।
স্টকমার্কেটবিডি.কম/বিএ