বুক বিল্ডিং সিস্টেমের নতুন সফটওয়্যার চালু করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য দুই দিনব্যাপী মক টেস্টের আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ ৭ এপ্রিল বেলা সাড়ে ৩টায় এ মক টেস্ট শুরু হবে এবং শেষ হবে আগামীকাল ৮ এপ্রিল বেলা সাড়ে ৩টায়। ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন বুক বিল্ডিং সফটওয়্যারে মক টেস্ট এর জন্য এই লিঙ্কে http://202.84.35.144.8180/ লগইন করতে হবে। এর আগে ডিএসইর লিস্টিং এ্যাফেয়ার্স বিভাগ এবং আইসিটি বিভাগ যৌথভাবে ১২ মার্চ থেকে বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তাদের জন্য ৪ (চার) দিনব্যাপী বুক বিল্ডিং সফটওয়্যারের বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে।
উল্লেখ্য, বুক বিল্ডিং সিস্টেমকে আধুনিকায়ন ও যুগোপযোগী করার লক্ষ্যে ডিএসইর আইটি বিভাগ নতুন সফটওয়্যার তৈরি করেছে। এটি ব্যবহারকারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে রেগুলেটরি পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন বা বিয়োজন করা সম্ভব হবে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড