শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স লিমিটেড রাজধানী ঢাকায় জায়গা কেনার সিদ্ধান্ত নিযেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রাজধানীর মহাখালীতে অবস্থিত রুপায়ন টাওয়ারে কমন স্পেসসহ মোট ১ হাজার ৩৪৫ বর্গফুট জায়গা কিনবে কোম্পানিটি। প্রতিবর্গফুট ১৫ হাজার ৩৭২ টাকা মূল্যে জায়গা ক্রয়ে খরচ হবে ২ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন সাপেক্ষে এ জায়গা কিনবে নিটল ইন্স্যুরেন্স।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর