নিম্নমুখী সুচক ভারতের শেয়ারবাজারে

bseস্টকমার্কেট ডেস্ক :

টানা ৫ দিন ধরে সুচকের অব্যহত উর্ধ্বমুখী প্রবনতা শেষে সুচক কমলো ভারতীয় শেয়ারবাজারে। শুক্রবার দিনের শুরুতেই সুচকের পতন ঘটে।

দিনশেষে সার্বিক সুচক ০.০২ শতাংশ কমে ৮৩৩৭ পয়েন্টে দাঁড়ায়। এদিন মোট ৫০ টি কোম্পানির শেয়ারের দেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২ টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির শেয়ারের দাম।

দাম বৃদ্ধি পাওয়া কোম্পানির মধ্যে রয়েছে DLF, ZEEL, DRREDDY, LUPIN
এবং SUNPHARMA। অন্যদিকে কমেছে BHEL ,HERO MOTO CO, GAIL, ASIAN PAINT এবং SSLT কোম্পানির শেয়ারের দাম।

সুত্র : nse-india.com

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *