নির্বাচনকে ঘিরে সতর্ক জাপানের বিনিয়োগকারীরা

japanস্টকমার্কেট ডেস্ক :

আগামিকাল ১৪ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি জাপানের ৪৭ তম সাধারন নির্বাচন। নির্বাচনকে ঘিরে অনেকটা আশা-নিরাশার দোলাচলে রয়েছেন শেয়ার বাজারে বিনিয়োগকারিরা। ফলে লেনদেনের ক্ষেত্রে বেশ সতর্ক পদক্ষেপে এগোচ্ছেন দেশটির বিনিয়োগকারীরা।

অনেক বিনিয়োগকারী মনে করছেন নতুন সরকার দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য ভর্তুকির মত পদক্ষেপ নিতে পারেন। সেক্ষেত্রে শেয়ার বাজারের দিকে সরকারের নজর একটু কমই থাকতে পারে এমনকি প্রনোদণা কমে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।

অনেকেই গতকাল তাদের শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিয়েছেন। আবার কিছু বিনিয়োগকারি আশায় বুক বেধে তাদের শেয়ার ধরে রাখছেন। নতুন সরকার গঠনের পর শেয়ার বাজার আরও চাঙ্গা হবে বলে তাদের বিশ্বাস।

টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিঃ হারুহিতো বলেন, “নির্বাচন নিয়ে বিনিয়োগকারিদের আশংকার কিছুই নেই, কেননা নতুন সরকার গঠনের পর সার্বিক অর্থনিতিতে স্থিতিশিলতা আসতে পারে যা বাজারের জন্য লাভজনকই হবে।’’

এদিকে শুক্রবার সপ্তাহের শেষদিনে নিক্কেই ইন্ডেক্স সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৭,৩৭১.৫৮ পয়েন্টে।

সুত্র- Financial Times

স্টকমার্কেটবিডি.কম/তরি/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *