সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস। দর বাড়ার কারণ জানতে চাইলে ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে(ডিএসই) এ কথা জানানো হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, চলতি মাসের ২২ তারিখ থেকে শুরু করে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত শেয়ারটিতে দর বেড়েছে। এরমধ্যে ২৩ ও ২৫ ফেব্রুয়ারি অস্বাভাবিকহারে দর বেড়েছে শেয়ারটির। ২২ থেকে ২৫ তারিখ পর্যন্ত ৪ দিনে শেয়ারটির দর প্রায় ১২ টাকা বেড়ে প্রায় ১০০.৪০ টাকা থেকে ১১২.৪০ টাকায় দাঁড়িয়েছে। আবার, ২৩ ও ২৫ তারিখ উভয়দিনে প্রায় ৫ টাকা করে দর বেড়েছে শেয়ারটিতে। এর ফলে ২৩ ফেব্রুয়ারি শেয়ারটির দর প্রায় ১০১ টাকা থেকে প্রায় ১০৬ টাকা এবং ২৫ ফেব্রুয়ারি প্রায় ১০৭ টাকা থেকে প্রায় ১১২ টাকায় দাঁড়িয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এএআর