শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমারের পরিচালনা পর্ষদ সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। এক বছরের ব্যবধানে কোম্পানিটি প্রায় ৮গুন বা মোট ৫২ কোটি ৯৯ লাখ টাকার সম্পদ বাড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত বছরের হিসাবে কোম্পানির সম্পদের পরিমাণ ছিল ৬ কোটি ৭৪ লাখ ১১ হাজার টাকা। পরের বছর তা বেড়ে ৫৯ কোটি ৭৩ লাখ ১২ হাজার টাকা হয়েছে। এই পুনর্মূল্যায়ন প্রতিবেদন ৩০ জুন ২০১৫ সালের আর্থিক প্রতিবেদনে অন্তর্ভূক্ত করা হবে। বছরে সম্পদের পরিমান বাড়িয়েছে ৭.৮৬গুন।
চার্টার্ড অ্যাকাউন্টেন্টস মাফেল হক অ্যান্ড কোম্পানি ন্যাশনাল পলিমারের সম্পদ পুনর্মূল্যায়নের কাজ সম্পন্ন করেছে।
উল্লেখ্যে, ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানি ১৯৯৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর