পদ্মা সেতুর টোল হার নির্ধারণ করা হয়নি : সেতু বিভাগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এখন পর্যন্ত পদ্মা সেতুর কোনো টোল হার নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে সেতু বিভাগ। তবে টোল নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের সুপারিশের ভিত্তিতে টোল হার নির্ধারণ করা হবে। আজ মঙ্গলবার সেতু বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর টোল হার নিয়ে যে অপপ্রচার চলছে, তা সেতু বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার ও গুজব। পদ্মা বহুমুখী সেতুর টোল হার এখনো চূড়ান্ত হয়নি।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীকালে টোল হার নির্ধারণে পদক্ষেপ নেওয়া হবে। টোলের হার নির্ধারিত হলে জনগণকে অবহিত করা হবে। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেতু বিভাগ। বিজ্ঞপ্তি

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *