ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) নেওয়া অর্থনীতি পুনরোদ্ধার পরিকল্পনায় আবারো সুচক বেড়েছে বাজারে । সূত্র- রয়টার্স
অর্থনীতিকে চাঙ্গা করার লখ্যে বৃস্পতিবার প্রায় ১ ট্রিলিয়ন ইয়রো সমমূল্যের সরকারি-বন্ড ক্রয়ের সিদ্ধান্তের কথা ঘোষনা করে ইসিবি্। আগামী ২০১৬ সালের মধ্যে পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।এমন ঘোষনার প্রভাবে গতকাল অনেকটা বেড়েছে শেয়ার সুচক ।
গতকাল লন্ডন FTSE 100 Index ৬৮.৫৯ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৬,৭৯৬.৬৩ পয়েন্টে। CAC 40 Index ৬৭।৯৮ পয়েন্ট বেড়ে ৪,৫৫২.৮০ পয়েন্টে অবস্থান করছে ।এছাড়া TR EUROPE ইন্ডেক্স ০.০২ পয়েন্ট বেড়ে ১৫৮.৭৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) পলিসি মেকার ‘Ewald Nowotny’ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন “অর্থনীতি পনরোদ্ধারে কেন্দ্রীর ব্যংকের নেওয়া উদ্যোগ প্রসংনীয়। কিছুটা দেরিতে হলেও এমন সিদ্ধান্ত গোটা ইউরোপের অর্থনীতিতে যেমন ইতিবাচক প্রভাব ফেলবে তেমনি শেয়ার বাজারকেও চাঙ্গা করে তুলবে ।ফলে সাধারন বিনিয়োগকারিরা কিছুটা সুবিধা পাবেন”।
স্টকমার্কেটবিডি.কম/তরি/এএআর