পিই বেশি হওয়ায় বিনিয়োগে ঝুঁকিপূর্ণ কোম্পানি

PEনিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজার তালিকাভুক্ত ৪৬টি কোম্পানির প্রাইস আর্নিং (পিই) রেশিও অনেক বেশি। পাশাপাশি পিই রেশিও ৪০-এর ওপরে থাকায় এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগে কোনো মার্জিন সুবিধা পাওয়া যাচ্ছে না। তাই উচ্চ পিই সম্পন্ন কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

জানা যায়, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মনে করে পিই রেশিও ৪০-এর ওপরে হলে তাতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। আর এই কারণে মার্জিন রুলস, ১৯৯৯ অনুযায়ী মার্জিন ঋণের যোগ্যতা হিসেবে পিই রেশিও বেঁধে দেয়া হয়েছে সর্বোচ্চ ৪০ পর্যন্ত।

আর যেসব কোম্পানির পিই রেশিও ৪০-এর ওপরে অবস্থান করবে সেসব কোম্পানির শেয়ার বিনিয়োগে কোনো মার্জিন সুবিধা পাওয়া যাবে না। আর শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৬টি কোম্পানি রয়েছে যেগুলোর পিই রেশিও ৪০-এর ওপরে অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ১০ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী ডিএসইতে ঝুঁকিপূর্ণ পিইর তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে এসিআই লিমিটেডের পিই ৪০.১৫। আর এ কোম্পানির শেয়ারদর বর্তমানে ৫৭১ টাকায় লেনদেন হচ্ছে। এসিআই ফরমুলেশনের পিই ৫৭.৯৯। এ কোম্পানির শেয়ারদর ১৮৬ টাকা। আলহাজ্ব টেক্সটাইলের পিই রেশিও অবস্থান করেছে ৮০.৮১। এ কোম্পানির শেয়ারদর ৮৬.৭০ টাকা। অ্যাম্বি ফার্মার পিই রেশিও ৭৯.২৭ এবং সর্বশেষ লেনদেন হয়েছে ২৭২.৭০ টাকায়। আরামিট সিমেন্টের পিই রেশিও ৫৩.৪৪ এবং সর্বশেষ লেনদেন হয়েছে ৪৮ টাকায়। বঙ্গজের পিই রেশিও ৫৮.০৮ এবং সর্বশেষ লেনদেন হয়েছে ৩৫০.৪০ টাকায়। বিডি ল্যাম্পসের পিই রেশিও ৪৪.৩৯ এবং সর্বশেষ লেনদেন হয়েছে ১৯৫.৩০ টাকায়। বাংলাদেশ সিপিং কর্পোরেশনের পিই রেশিও ১৪০.৮৬ এবং সর্বশেষ লেনদেন হয়েছে ৩৭২ টাকায়।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের পিই রেশিও ১৩৫.৫৮ এবং সর্বশেষ লেনদেন হয়েছে ১১৬.২০ টাকায়।

বিএসআরএম লিমিটেডের পিই রেশিও ৫৫.১৪ এবং সর্বশেষ লেনদেন হয়েছে ১১৮.৯০ টাকায়। দেশ বন্ধু পালিমারের পিই রেশিও ১১৩.২৫ এবং সর্বশেষ লেনদেন হয়েছে ১৫.১০ টাকায়। দেশ গার্মেন্টেসের পিই রেশিও ৬৫.০৫ এবং সর্বশেষ লেনদেন হয়েছে ৯৪.৫০ টাকায়। ইস্টার্ন লুব্রিকেন্টেসের পিই রেশিও ১৪৭.৩৪ এবং সর্বশেষ লেনদেন হয়েছে ৩৬৩ টাকায়। ইস্টার্ন কেমিক্যালের পিই রেশিও ১১৬.৮৮ এবং সর্বশেষ লেনদেন হয়েছে ১৩১.৫০ টাকায়। ফু-ওয়াং সিরামিকের পিই রেশিও ৪২.৫০ পয়েন্টে এবং সর্বশেষ লেনদেন হয়েছে ১৫.২০ টাকায়।

কহিনূর কেমিক্যালসের পিই রেশিও ৪৬.৬৫ এবং সর্বশেষ লেনদেন হয়েছে ৩৯০ টাকায়। লাফার্জ সুরমার পিই রেশিও ৪৬.৫৫ এবং সর্বশেষ লেনদেন হয়েছে ১০৭.৮০ টাকায়। লংকা বাংলা ফাইন্যান্সের পিই রেশিও ১৪০ এবং সর্বশেষ লেনদেন হয়েছে ৩১.০০ টাকায়। লিব্রা ইনফিউশনের পিই রেশিও ১৪০.২৪ এবং সর্বশেষ লেনদেন হয়েছে ৩১.০০ টাকায়। লিন্ডে বিডির পিই রেশিও ৪৩.৩৫ এবং সর্বশেষ লেনদেন হয়েছে ১ হাজার ৩৯০ টাকায়।

স্টকমার্কেবিডি.কম/এম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *