দেশের বড় শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেন শেষে সবচেয়ে বেশি দর কমেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের। দিনশেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৭.৬৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার মেঘনা পিইটি’র সর্বশেষ দর ছিল ১৮.১ টাকা। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর গিয়ে দাঁড়িয়েছে ১৪.৯ টাকায়।
দর কমার শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে –রহিমা ফুড, ট্রাস্ট ব্যাংক, সামিট এ্যালায়েন্স পোর্ট, সামিট পাওয়ার, আইসিবি ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ড, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ইউনাইটেড পাওয়ার এবং সাইফ পাওয়ারটেকের দর কমেছে।
রবিবারের সর্বশেষ দরের সাথে সোমবারের সর্বশেষ দরের পার্থক্য হিসাবে কোম্পানিগুলোর এ দর কমেছে।
স্টকমার্কেটবিডি.কম/এমএজে