প্রথম দিনেই বেড়েছে লেনদেন ও সূচক

dseনিজস্ব প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। গত সপ্তাহে পুরো সপ্তাহ জুড়েই সূচকের পতনের পর আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন ও সূচক বেড়েছে উল্লেখযোগ্য হারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ রবিবার দিন শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৯.৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২.৬২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৪ পয়েন্টে অবস্থান করছে।। এছাড়া ডিএস-৩০ সূচক ২৪.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৩৯ পয়েন্টে।

ডিএসইতে দিন শেষে লেনদেনের মোট পরিমাণ দাড়িয়েছে ৩৪০ কোটি ৭৮ লাখ টাকা। যা আগের কার্যদিবস বৃহস্পতিবার ছিল ৩৪৬ কোটি ৬২ লাখ টাকা।

দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩০৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে ১৫৬ টি কোম্পানির দর বেড়েছে। এছাড়া কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির শেয়ার দর।

টাকার পরিমাণে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানিগুলো হলাে- বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ, সাইফ পাওয়ার, বেক্সিমকো, এএফসি এগ্রো, গ্রামীনফোন, ইফাদ অটোস, খুলনা পাওয়ার কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *