লেনদেনের প্রথম কার্যদিবসে ইফাদ অটোস লিমিটেডের শেয়ার দর ৩৮ টাকা বা ১২৬ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আইপিও প্রক্রিয়ার আনুষ্ঠানিকতার পর ইফাদ অটোস লিমিটেডের কার্যদিবসে ওপেনিং শেয়ার দর ছিল ৪০ টাকা। যা আইপিওতে কোম্পানিটি অফারিং শেয়ার দর ছিল ৩০ টাকা। প্রথমদিনে শেয়ার দর ৪০ টাকা থেকে ৬৯ টাকার মধ্যে ওঠানামা করে। শেষ ৬৭.৭০ টাকায় লেনদেন শেষ হয়েছে। অর্থাৎ প্রথম দিনে কোম্পানির শেয়ার দর ৩৭.৭০ টাকা বা ১২৫.৬৭ শতাংশ বেড়েছে। প্রথম দিনে কোম্পানির ১ কোটি ১৬ লাখ ৯৭ হাজার শেয়ার ৫৫ হাজার ৩৫৫ বার হাতবদল হয়েছে। টাকার অর্থে মোট ৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
‘এন’ ক্যাটাগরির আওতায় ইফাদ অটোসের শেয়ার লেনদেন শুরু হয়েছে। পরবর্তী বার্ষিক সাধারণ সভার (এজিএম) পূব পর্যন্ত শেয়ারটি ‘এন’ ক্যাটাগরিতে থাকবে। ডিএসই ও সিএসইতে এ কোম্পানির ট্রেডিং কোড “IFADAUTOS” এবং ডিএসইতে কোম্পানি কোড ১৩২৩৭ ও সিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড ১৬০৩১। শেয়ারবাজারে ইফাদ অটোস মোট শেয়ার রয়েছে ১১ কোটি ৫০ লাখ।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে