প্রধানমন্ত্রীর আশ্বাসেই সূচক বাড়ছে জাপান শেয়ারবাজারে

japanস্টকমার্কেট ডেস্ক :
সোমবার বড় ধরনের সুচক পতনের পর মঙ্গলবার আবার উর্দ্ধমূখী সূচক লক্ষ্য করা গেছে জাপানের শেয়ারবাজারে। গত ৪ নভেম্ব্ররের পর এটিই ছিল একদিনে সূচক বৃদ্ধি। তবে বিনিয়োগকারীরা এখনো তাকিয়ে আছেন প্রধানমন্ত্রি শিনজো আবের দিকে। সূত্র : রয়টার্স

ইতিমধ্যে প্রধানমন্ত্রী নতুন নির্বাচন এবং অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দিয়েছেন। এই আশ্বাসেই বাজার গতি পাচ্ছে বলে মনে করছের সংশ্লিষ্টরা।

মঙ্গলবার দিনশেষে Nikkei Index ৩৭০.২৬ (২.১৮%) বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৪৪.০৬ পয়েন্টে। এর আগে সোমবার ১৬,৯৭৩.৮০ পয়েন্টে লেনদেন শেষ হয়।

বিশ্লেষকরা বলছেন, মন্দা কবলিত অর্থনিতিকে চাঙ্গা করতে সরকারের দেওয়া পদক্ষেপ বাস্তবায়িত হলে বাজারে লেনদেন আরও বৃদ্ধি পাবে এবং নতুন নতুন বিনিয়োগকারিরা আকৃষ্ট হবে।
স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *