প্রাইম টেক্সটাইলসের এজিএম শনিবার

agmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম টেক্সটাইলসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ খবর পাওয়া গেছে।

প্রাইম টেক্সটাইলস পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের নান্দালপাড়ায় কোম্পানির কারখানা প্রাঙ্গণে এজিএম অনুষ্ঠিত হবে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৭ পয়সা ও শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) ৫৬ টাকা ৫৬ পয়সা।

এদিকে ডিএসইতে সর্বশেষ কার্যদিবসে এ শেয়ারের দর কমেছে ১ দশমিক ৬৫ শতাংশ বা ৩ পয়সা। সর্বশেষ ১৭ টাকা ৯০ পয়সায় এ শেয়ারের লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে
বিনিয়োগকারীদের অসচেতনতার সুযোগে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করে লাভবান হচ্ছে অনেক ভুয়া কোম্পানি। লেনদেনের প্রথম দিনে শেয়ার দর কয়েকগুণ বেশি বাড়তে দেখে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনের হিড়িক পড়ে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে খুব সহজে পুঁজিবাজার থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে অনেক ভুয়া কোম্পানি। তবে লেনদেনের প্রথম দিনে কয়েকগুণ বেশি দরে শেয়ার দর বাড়ার পেছনে সেকেন্ডারি মার্কেটের বিনিয়োগকারীদের দুষছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ২০১১ সালের আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত ৪৪টি কোম্পানি পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে ৩ হাজার ৮৬৯ কোটি ৮৫ লাখ ৮ হাজার টাকা সংগ্রহ করেছে। কোনো কোম্পানির আইপিওতে চাহিদার চেয়ে কম আবেদন জমা পড়েনি। বরং বেশি আবেদন জমা পড়ায় প্রত্যেক কোম্পানিকে লটারি করে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দিতে দেখা গেছে। এ ছাড়া স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেনের প্রথম দিন আইপিওর নির্দেশক মূল্যের চেয়ে বেশি দরে শেয়ার কিনতে দেখা গেছে। এ কারণে আইপিওতে বেশি আবেদন জমা পড়ে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
– See more at: http://www.thereport24.com/article/77444/index.html#sthash.M8N0oG0T.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *