টানা তিন কার্যদিবসের দর সংশোধনের প্রভাব গতকালের লেনদেনের শুরুতেও দেখা যায়। তবে আর্থিক খাতের কয়েকটি প্রতিষ্ঠানের তৃতীয় প্রান্তিক প্রতিবেদনে আগের বছরের চেয়ে ভালো মুনাফার বিষয়টি প্রকাশ পাওয়ায় ঊর্ধ্বগতির ধারায় ফেরে শেয়ারবাজার। এতে সূচকের নিম্নমুখী প্রবণতা কেটে গিয়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সব সূচকে বাড়তি পয়েন্ট যোগ হচ্ছে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা।
গতকাল ছয়টি আর্থিক প্রতিষ্ঠানসহ বেশকিছু কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ হয়। এদিন প্রকাশিত ছয়টি ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে একটি বাদে সবটির মুনাফা বেড়েছে।
দুটি ব্যাংক আগের বছরের একই সময়ে লোকসানে থাকলেও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মুনাফায় ফিরে এসেছে। এছাড়া অর্ধবার্ষিক পর্যন্ত লোকসানে থাকলেও তৃতীয় প্রান্তিকে মুনাফায় ফিরে এসেছে শাহ্জালাল ব্যাংক।
আর্থিক প্রতিষ্ঠানের বাইরে জ্বালানি ও ট্যানারি খাতের চার কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এসব কোম্পানির মুনাফায় মিশ্রাবস্থা দেখা যায়।
এছাড়া জুন হিসাব বছর শেষ হওয়ায় গতকাল ছয় কোম্পানির লভ্যাংশের ঘোষণা এসেছে। মূলত বিভিন্ন কোম্পানির তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন ও লভ্যাংশের ঘোষণায় টানা সংশোধন শেষে গতকাল শেয়ারবাজার ঊর্ধ্বগতির ধারায় ফিরে এসেছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
স্টকমার্কেটবিডি.কম/এম/সি