শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং এন্ড ফিন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা পূর্ব-ঘোষিত শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কােম্পানিটির উদ্যোক্তা পরিচালক মো. খাইরুল আনাম ৩ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রয় করেছেন। তার হাতে থাকা মোট ৪ লাখ ২১ হাজার ২০৪ টি শেয়ারের মধ্যে হতে তিনি এসব শেয়ার বিক্রি করেছেন।
গত ২৪ মে তিনি এসব শেয়ার বিক্রির ঘোষণা দেন। আর এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করলেন বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।
স্টকমার্কেটবিডি.কম/এমএজে