শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং পর্ষদের সভা আহ্বান করেছে । আগামী ২৩ অক্টোবর, বৃহস্পতিবার বিকেল ৪টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
ফারইস্ট নিটিং চলতি বছরের আগস্ট মাসে পুঁজিবাজারে শেয়ার লেনদেন শুরু করেছে। শেয়ারবাজারে তালিকাভুক্তির পর আগামী ২৩ অক্টোবর লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা দেবে কোম্পানিটি।
স্টকমার্কেটবিডি.কম/এআর