শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসই সূত্রে আরো জানা যায়, এই কোম্পানিটির শেয়ার আগামীকাল বুধবার থেকে উভয় স্টক এক্সচেঞ্জে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।
গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভাংশ এবং ২ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এএআর